
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভুল শুধরেছে আমেরিকা, এবার বিহারের পালা, আমেরিকার ভোটের ফলাফল দেখে ভারতীয়দেরও কিছু শিক্ষা নেওয়া উচিত। বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণার আগের দিন এভাবেই বিজেপিকে সতর্ক করল শিবসেনা।
সোমবার দলীয় মুখপত্র সামনা-তে শিবসেনার ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দেশের প্রধানের পদের যোগ্য নন। এই ট্রাম্পকে নিয়েই যে ভুল তারা করেছিল, তা মাত্র চার বছরে শুধরে নিল আমেরিকাবাসী। উনি একটিও প্রতিশ্রুতি পালন করতে পারেননি। আমরা যদি ট্রাম্পের পরাজয় থেকে কিছু শিখতে পারি তাহলে ভালোই হবে।’ গত ফেব্রুয়ারিতে সস্ত্রীক ট্রাম্পের ভারতে সফরে তাঁকে স্বাগত জানাতে মোদির ‘নমস্তে ট্রাম্প’ কর্মসূচিকে ঠুকে শিবসেনার মন্তব্য, ‘এটা ভোলা উচিত নয় ট্রাম্পকে কীরকম উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল আমাদের দেশে। ভুল লোককে সমর্থন করা আমাদের সংস্কৃতি নয় কিন্তু তাও করা হয়েছিল। কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ট্রাম্প তাঁর কৃতিত্বকে অসম্মান করেছেন, একজন মহিলাকে সম্মান করেননি এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি এমন একজনকে সমর্থন করেছেন। ভারত যতই নমস্তে ট্রাম্প-এর আয়োজন করুক, আমেরিকার বুদ্ধিমান মানুষ নিজেদের ভুল শুধরে নিয়ে ট্রাম্পকে বাই বাই বলে দিয়েছে। তেমনভাবেই মোদি, নীতীশ কুমারের মতো নেতারা তেজস্বী যাদবদের মতো তরুণদের সামনে টিঁকতে পারবেন না।’
বিহার ভোটের ফলাফল প্রকাশের আগে বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানাল শিবসেনা। একদা বিজেপির শরিদ দল শিবসেনা কটাক্ষ করে বলেছে আমেরিকা ট্রাম্পকে বাই বাই করে ভুল শুধরে নিয়েছে। এবার বিহারবাসীর পালা। বিহারের জনতাকে সিদ্ধান্ত জানাতে হবে তাঁরা বিজেপিকেও বাই বাই করবেন কিনা। যদিও ভোট সমীক্ষা দাবি করেছে এবার তেজস্বী আসছে ক্ষমতায়।
আমেরিকার ভোটের সঙ্গে বিহার ভোটের তুলনা টেনে সামনা-তে শিবসেনা বলেছে, ‘আমেরিকায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। বিহার বিধানসভা ভোটেও নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ পরিষ্কার হারছে। দেশে এবং রাজ্যে আমরা ছাড়া আর কোনও বিকল্প নেই— এই ভ্রম থেকে নেতাদের সরানোর কাজ জনতাকেই করতে হবে।’ শিবসেনার আরও ঠেস, আমেরিকার বেকারত্বের হার কোভিড মহামারীর থেকেও বেশি। অথচ, সেই সমস্যা সমাধানের পরিবর্তে ফাঁকা বুলি আউরেছিলেন ট্রাম্প।