পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গোপাল রায়, আরামবাগ: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আরামবাগ মলয়পুর দক্ষিণ পাড়া এলাকায় ঘটনাটি ঘটলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত ব্যক্তির নাম সীতারাম মন্ডল। এদিন ১০০ দিনের কাজ চলছিল। সেই সময়ে ১০০ দিনের কাজে একটি পুকুরের মাটি কেটে বিজেপি কর্মী সীতারাম মন্ডলের বাড়ির উঠোনে ফেলতে গেলে সীতারাম প্রতিবাদ করেন এরপর ঘটনার খবর পেয়েই ছুটে আসেন তৃণমূল দুষ্কৃতীরা ।বেশ কয়েকজন মিলে লাঠি রড দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে সীতারাম মন্ডলকে ভর্তি করানো হয়। এইমাত্র ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।