fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

বিজেপি কর্মীর গাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কৌশিক অধিকারী, বহরমপুর: রবিবার মুর্শিদাবাদের ডোমকলের ভগিরথপুরে বিজেপির একটি প্রশিক্ষণ শিবির থেকে ফেরার পথে আচমকাই রাস্তায় দক্ষিণ বিজেপি জেলা সভাপতি সহ তার অনুগামীদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গাড়িতে সেই সময় জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ ছিলেন না বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, ডোমকলের ভগীরথপুর বিজেপির মন্ডল  প্রশিক্ষণ শিবিরে গাড়িতে করে গিয়েছিলেন অন্য তিনজন নেতৃত্ব। অভিযোগ গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোম ছোড়ে। কারও কোনো আঘাত না লাগলেও গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

বিজেপির পক্ষ থেকে ডোমকল থানায় অভিযোগ জানানো হয়েছে। বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ঘটনা ঘটিয়েছে। অল্পের জন্য আমাদের কার্যকর্তারা বেঁচে গেছেন। পুলিশ অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করুক।”

Related Articles

Back to top button
Close