গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় হোমযজ্ঞ করলেন বিজেপির কর্মী-সমর্থকেরা

রুদ্র নারায়ন রায়, বারাসাত: করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনায় বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে হোম যজ্ঞ আয়োজন করা হল । বিজেপি কার্যালয়ের এই অনুষ্ঠানে যোগ দেন বিজেপি কর্মী সহ জেলার নেতৃত্বেরা।
আরও পড়ুন: থামছেই না সংক্রমণ, ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ হাজার ৮৭১
জানা গিয়েছে, ঘি ও চন্দন কাঠ আহুতি দিয়ে হয় আরোগ্য কামনা যোগ্য। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় জানায়, দিলীপ ঘোষের দ্রুত আরোগ্য কামনা কারণেই মূলত এই আরাধনা যজ্ঞ। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠে রাজ্য তথা ভারত বর্ষ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন দীলিপবাবু, সে কামনায় তিনি করছেন।