প্রান্তিক এলাকার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন বিজেপি কর্মীরা

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। এটা সম্ভব হচ্ছে গৃহ সম্পর্ক অভিযানের মধ্য দিয়েই। কেন্দ্রীয় সরকারের সাফল্যের নানা ইতিবৃত্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। বৃহস্পতিবার কোলাঘাট ব্লকের প্রান্তিক এলাকা ভটদহে সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় ও মোদি সরকারের নানা প্রকল্পের পত্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
প্রান্তিক এলাকার মানুষজন উৎসাহ ভরে সেই পত্র দেখছেন। সেই সঙ্গে পাশে থাকার বার্তা দিচ্ছেন। প্রান্তিক এলাকার মানুষজনও যে বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে ওয়াকিবহাল তা তাদের অভাব অভিযোগের মধ্যেই স্পষ্ট। আজকের এই কর্মসূচিতে কোলাঘাট মন্ডল ৪-এর সভাপতি বিশ্বনাথ রাম, প্রদীপ হাইত, শম্ভুনাথ রাম সহ ব্লক স্তরের নেতৃত্বদের উপস্থিত থাকতে দেখা যায়। বিজেপি নেতৃত্বরা আশায় বুক বেঁধেছে একটা কারণেই বর্তমান রাজ্য সরকারের নানা অভাব অভিযোগ তাদের কাছে তুলে ধরছে। মানুষজন বলছে তাদের আশা ভঙ্গ করেছে বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। বছর ঘুরলেই বিধানসভা ভোট মানুষদের ক্ষোভ বিক্ষোভকে সামনে রেখেই তৃণমূল নামক দলটাকে এবারে যে প্রত্যাখ্যান করবে মানুষ তা এই গৃহ সম্পর্কের মধ্য দিয়ে মানুষের অভাব-অভিযোগেই জানান দিচ্ছে আর নয় অন্যায় এবার বিজেপি সরকার।