শুক্রবার বিভিন্ন জায়গায় অবরোধ বিজেপি কর্মীদের

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: বৃহস্পতিবারের পর শুক্রবারেও বিজেপি কর্মীদের দফায় দফায় পথ অবরোধে অশান্ত হলো হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্ত। বৃহস্পতিবার বাগনান বনধে ধৃত বিজেপি নেতাদের মুক্তির দাবিতে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। অবিলম্বে ধৃতদের মুক্তি ও কিঙ্কর মাজী খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত পরিতোষ মাজীকে গ্রেপ্তারের দাবিতে সময় বিক্ষোভকারীরা।
শুক্রবার সকালে বাগনান লাইব্রেরী মোড়ে উড়ালপুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পুলিশ অবরোধকারীদের ঘটিয়ে দেয়। এদিন দুপুরে বিজেপি নেত্রী পাপিয়া মন্ডলের নেতৃত্বে উলুবেড়িয়া গরুহাটা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিকালে আমতা কলাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাধুখাঁ ও বিজেপি নেতা পিন্টু পাড়ুই এর নেতৃত্বে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপি নেতাদের দাবি এদিন জেলার ২৬ জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে।