আরামবাগে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

গোপাল রায়, আরামবাগ: আবারও রাজনৈতিক কারণে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। অভিযোগ, বিজেপির কর্মীদের মারধর ও ২৫টি বাড়ি ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর পাশাপাশি দুটি বাইক ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে আরামবাগ হরিংখলা ১ নম্বর অঞ্চলের মধুরপুর এলাকায়।
জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই মধুরপুর গ্রামে ঢুকে তান্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অভিযোগ, বিজেপি করার অপরাধে গতকাল রাতে বিজেপির কর্মীদের ২৫টি বাড়ি ভাঙচুর ও তার পাশাপাশি দুটি মোটর বাইকের ওপর ভাঙচুর করে তৃণমূলের লোকেরা। এমনকি বাড়ির এজবেস্টার, গেট, জানালা , জলের পাইপ, ও বাড়ির আসবাবপত্র যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করা হয়।
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, গতকাল রাতে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করে এবং তার পাশাপাশি দুটি মোটরবাইক ভাঙচুর করে। তৃণমূল সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই তৃণমূল মরিয়া চেষ্টা করছে টিকে থাকার জন্য। তাই এরকম ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে সবটাই অস্বীকার করেছে।