শহিদ মাতঙ্গিনী ব্লকে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন বিজেপি কর্মীরা

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের প্রাথমিক দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন ভারতীয় জনতা পার্টির উৎসাহী কর্মীরা। এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেনি। তবুও শহীদ মাতঙ্গিনী ব্লকে অতি উৎসাহী কর্মীরা দেওয়াল ঘেরা থেকে শুরু করে পদ্মফুল চিহ্নে বিজেপি প্রার্থীকে ভোট দিন বলে প্রথম পর্বের কাজ সেরে রাখতে দেখা গেল কাঁকটিয়া, সাহারা, রামতারক সহ বেশ কয়েকটি স্থানে। কর্মীরা তুলি হাতে পদ্মফুল চিহ্ন আঁকছে সেই সঙ্গে জয়যুক্ত করার জন্য আবেদন রাখছে। তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি বলেন অতি উৎসাহী কর্মীরাই এই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে। আগামী ডিসেম্বর মাসজুড়ে দলের বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রত্যেকটি কর্মীই বিধানসভা নির্বাচনের জন্য অতি উৎসাহী, কারণ তারা তমলুক বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য প্রচার অভিযানের খামতি রাখতে চাইছে না।
তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি নবারুন নায়েক বলেন কেবল তমলুক বিধানসভার ক্ষেত্রে নয় এই সাংগঠনিক এলাকার মধ্যে পাঁশকুড়া পূর্ব,পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার,চন্ডিপুর, মহিষাদল, নন্দীগ্রাম হলদিয়া বিধানসভা এলাকাতেও কর্মীদের দেওয়াল লিখতে দেখা যাবে সামান্য কয়েক দিনের মধ্যে।