চোপড়ার ধর্ষণ কান্ডের প্রতিবাদে পুরুলিয়ার বিধানসভা এলাকায় বিজেপির যুব মোর্চার বিক্ষোভ

সাথী প্রামানিক, পুরুলিয়া: চোপড়ার ধর্ষণ কান্ডের প্রতিবাদে পুরুলিয়ার প্রতিটি বিধানসভা এলাকায় বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। বুধবার, রঘুনাথপুর শহরের ব্লক ডাঙ্গা এলাকার পুরুলিয়া -বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি যুব মোর্চার বিক্ষোভরত সদস্যরা। কিছুক্ষণ অবরোধের পর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ চললেও অবরোধ উঠে যায়। কাশীপুরের রাজবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল সূচনা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি রানার নেতৃত্বে মিছিল স্থানীয় বাস স্ট্যান্ড ও বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এছাড়া অন্যান্য বিধানসভা এলাকাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে দাবি করেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি। তিনি বলেন, চোপড়া থানার সোনাপুর এলাকার বিজেপির বুথ সভাপতির বোন ১৫ বছরের ছাত্রীকে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে হত্যা করে তৃণমূলের এক দুষ্কৃতী। ওই ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পুরুলিয়া জেলার প্রত্যেকটি বিধানসভায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মুর্শিদাবাদে অধীর গড়ে ভাঙন, সাড়ে তিনহাজার কর্মীর তৃণমূলে যোগদান
উল্লেখ্য, মঙ্গলবার ইসলামপুর আদালতের সরকারী আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন, চোপড়ার ঘটনায় সরকারী সম্পত্তি ভাঙচুর ও আগুনের মামলায় মঙ্গলবার ফের ছয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই মামলায় ধৃত ছয়জনের আগামী ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এসিজেএম মহুয়া রায় বসু। সরকারী সম্পত্তি ভাঙচুর ও আগুনের মামলায় এই নিয়ে ২৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ। এছাড়াও ছাত্র ফিরোজ আলমের মৃত্যুর ঘটনায় মাধ্যমিক উত্তীর্ণ নির্যাতিতা ছাত্রীর বাবা ও দুই ভাইকে গ্রেফতার করে আদালতে পাঠায় চোপড়া থানার পুলিশ। মৃত ছাত্রীর বাবা ও ভাই নিয়ে মোট তিনজনকে ১০ দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মহুয়া রায় বসু।