তৃণমূল সরকারের অন্যায়, অত্যাচারের প্রতিবাদে বাঁকুড়ার ছাতনায় বিজেপি যুবমোর্চার পথসভা

অতনু রায়, বাঁকুড়া: তৃণমূল সরকারের অন্যায় ও অত্যাচারের প্রতিবাদে বিজেপির যুবমোর্চার তরফে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বাঁকুড়ার ছাতনায়। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ছাতনা বিধানসভার অন্তর্গত কমলপুর এলাকায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলের সন্ত্রাস বাহিনী বিভিন্ন ভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে। সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। গণতন্ত্র বলে কিছুই নেই।
এ বিষয়ে বাঁকুড়া জেলার বিজেপি সহ-সভাপতি স্বপন মুখার্জি বলেন, তৃণমূল সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের চাকরি উঠে গেছে। জেলায় জেলায় বিজেপি কর্মীদের মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্র উঠে গেছে এ রাজ্যে। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট পর্যন্ত দিতে পারেনি। সাধারণ মানুষ তৃণমূল সরকারের অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছে। তাই এই মিছিলে শুধু বিজেপি কর্মীরা নয়, সাধারণ মানুষও অংশগ্রহণ করেছেন। এখানে উপস্থিত ছিলেন ছাতনা মণ্ডল ১ এর সভাপতি জীবন মন্ডল, ছাতনা মণ্ডল ২ এর সভাপতি সৌমেন্দ্র মুখার্জি, সহ অনেকে।