Breaking: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আপাতত চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। এই কদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের সকলকেই তিনি করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है, डॉक्टर्स की सलाह पर होम आइसोलेशन में सभी दिशा- निर्देशो का पालन कर रहा हूँ। मेरा अनुरोध है, जो भी लोग गत कुछ दिनों में संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Jagat Prakash Nadda (@JPNadda) December 13, 2020
টুইটে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন নাড্ডা। জে পি নাড্ডা টুইট বার্তায় লিখেছেন, ‘ আমার কিছু উপসর্গ দেখা দেওয়ার জন্য টেস্ট করাই। আমার টেস্ট পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। চিকিৎসকদের পরামর্শে আমি হোম আইশোলেশনে রয়েছি। আমার অনুরোধ এই কদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন সকলেই যেন আইসোলেশনে থাকেন’।