‘আর নয় অন্যায়’ শ্লোগানকে সামনে রেখে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: পূর্ব পাঁশকুড়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন তমলুক জেলা সাংগঠনিক বিজেপির সম্পাদক পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতা দেবব্রত পট্টনায়েক। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা বাড়ি বাড়ি গেলে বাড়ির পরিবারের লোকজনেরা নেতৃত্বদের সঙ্গে বর্তমান শাসক দলের নানা বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেছেন এবং বিস্তারিতভাবে তাদের সঙ্গে শলা-পরামর্শ করতেও দেখা যাচ্ছে।
কোলাঘাট ব্লকের গোপালনগর অঞ্চলের বাথানবেড়িয়া গ্রামে গৃহ সম্পর্ক কর্মসূচির মধ্য দিয়ে মানুষজনকে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের লিফলেট তুলে দিতেও দেখা যাচ্ছে নেতৃত্বদের। এদিনের এই গৃহ সম্পর্ক কর্মসূচিতে শ্রী পট্টনায়েক ছাড়া মন্ডল চারের সাধারণ সম্পাদক পীযূষ পড়ে, বাবলু সাউ, দুই শক্তি প্রমুখ বিমল মাইতি ও প্রকাশ মান্না সহ ব্লক স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।