বহরমপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান, রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বঞ্চনার অভিযোগ গ্ৰামবাসীদের

শ্যামল কান্তি বিশ্বাস: বহরমপুরে ভারতীয় জনতা পার্টির গৃহ সম্পর্ক অভিযানে জনমানসে ব্যাপক সাড়া দেখা গেল। বিজেপির কার্যকর্তাদের সামনে পেয়ে গৃহকর্তা, কোথায়ও বা গৃহকর্ত্রী ঘর থেকে বেড়িয়ে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে নিজেদের নানা বঞ্চনার অভিযোগ সহ সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘ হয়রানি অভিযোগে সোচ্চার হলেন। কোথায়ও বা কাটমানি ছাড়া পরিষেবা পাওয়া যায় না বলেও ক্ষোভ উগড়ে দিলেন। তাদের একের পর অভিযোগে হতবাক কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার। কোথায়ও বা দেখা গেল, স্বচ্ছ ভারত (নির্মল বাংলা)এর প্রকল্প পাওয়ার জন্য ৯ শত টাকা অগ্ৰিম নিয়ে বাড়িতে পাকা পায়খানা নির্মাণ করে তো দেয়ই নি, একবছর পর সেই টাকা ফেরৎ দিয়েছে, আবার কোথায়ও বা পুরো টাকাটাই আত্মসাৎ করে দিয়েছে।
কারও অভিযোগ, আবাস যোজনার ঘর পেতে কুড়ি হাজার টাকা নিয়ে তারপর ঘরের টাকা দিয়েছে, কেউবা কাটমানি দিয়েও এখনও পর্যন্ত ঘর পায়নি। এই ধরনের নানা অভিযোগ শুনতে শুনতে বহরমপুরের কর্মসূচি সারলেন মহাদেব বাবু। কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ এলাকার একাধিক বাড়িতে যোগাযোগ স্থাপন সহ আলাপ চারিতার মধ্যদিয়ে গৃহ সম্পর্ক কর্মসূচি পালন করা হয়।