রামনগর কিষাণ সমাবেশ মঞ্চে ঐতিহাসিক যোগদান কর্মসূচি বিজেপির

শ্যামল কান্তি বিশ্বাস : কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থন সহ রাজ্য সরকারের কৃষক নীতি সহ বঞ্চনার প্রতিবাদে শনিবার রামনগর আর,এস,এ ময়দানে ভারতীয় জনতা কিষাণ মোর্চা কাঁথি সাংগঠনিক জেলার আহ্বানে ঐতিহাসিক মহাসমাবেশ। কৃষান মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের কৃষক সমাবেশ সহ যোগদান কর্মসূচি ঐতিহাসিক রূপ নিতে চলেছে। কৃষান মোর্চার আজকের এই সভাকে কেন্দ্র করে মেদিনীপুর জেলায় বিগত কয়েকদিন যাবৎ সাজো সাজো রব শুরু হয়েছে।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী ইস্যুতে এমনিতেই দুই মেদিনীপুর জেলা সহ রাজ্য রাজনীতি সরগরম। জেলার তৃণমূলের নেতাকর্মীরা শুধু মুখিয়েই নয়,ভেতরে ভেতরে যোগাযোগ রেখে চলেছে এবং আজ তৃনমূলের বিরাট অংশের কর্মী সমর্থক বিজেপি পরিবারে যোগ দেবেন। কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার এক সাক্ষাৎকারে জানালেন, রামনগরের জনসভার যাবতীয় প্রস্তুতি সুসম্পন্ন করে তাকে ছুটতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে, সেখানে দলের এক গুরুত্বপূর্ণ সমাবেশে বক্তব্য রাখবেন মহাদেব বাবু।