বিজেপির “গৃহ সম্পর্ক” অভিযানের নকল ‘তৃণমূলের’ দুয়ারে সরকার’ কর্মসূচি : সুনীল কুমার বিশ্বাস

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর : বিজেপির প্রধানমন্ত্রী ‘গৃহ সম্পর্ক’ অভিযান কর্মসূচির হুবহু নকল সংস্করণ হল এরাজ্য সরকারের দুয়ারে সরকার’ কর্মসূচি,অভিমত (এক্স ডেপুটি কমান্ডেন্ট সীমান্ত রক্ষী বাহিনী) তথা বিজেপি নেতা সুনীল কুমার বিশ্বাসের। তিনি আরো বলেন, ভাড়াটে ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত একের পর এক ভাবনা যখন ফ্লপ হতে চলেছে তখন প্রশান্ত কিশোরের চুক্তি অখ্যুন্ন রাখতে এটা ই হয়তো সর্ব শেষ প্রয়াস।
সততার প্রতীক ফ্লপ, বাংলার গর্ব মমতা ফ্লপ,দিদিকে বলো ফ্লপ,এখন ভোটের প্রাক্ মুহূর্তে সর্বশেষ প্রচেষ্টা দুয়ারে সরকার’-এটাও নিশ্চিত ভাবে সুপার ফ্লপ হবে বলে অভিমত বিজেপি নেতা সুনীল কুমার বিশ্বাসের। আবাস যোজনা সহ আমফান ক্ষতিপূরণের টাকা যে ভাবে তৃণমূলের নেতা নেত্রীরা আত্মসাৎ করেছে তাতে আশঙ্কা, সরকারি কর্মচারীদের সঙ্গে দলের নেতা কর্মীরা গৃহস্থের বাড়িতে ফেলে চামড়া তুলে না দেয়। অত্যাচারের সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে রাজ্যের তৃনমূল কংগ্রেস সরকার,তাই বাংলায় তৃনমূলের পরাজয় নিশ্চিত।২০২১ এ গেরুয়া আবহে বাংলায় বিজেপি সরকার আসছেই, অত্যন্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে জানালেন জননেতা সুনীল কুমার বিশ্বাস।