বাঁকুড়ার ওন্দা ব্লকে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান, তৃণমূলকে তোপ অমরনাথ শাখার

অতনু রায়, (বাঁকুড়া): ২০২১-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। ওন্দা বিধানসভার দাপুটে বিজেপি নেতা অর্থাৎ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাখার নেতৃত্বে গৃহ সম্পর্ক অভিযানে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা জানেন। বুধবার ওন্দা ব্লকের নিকুঞ্জাপুর অঞ্চলে ৭৪, ৭৫ নম্বর বুথে বাড়িতে বাড়িতে গিয়ে সম্পর্ক অভিযানে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অমরনাথ শাখা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাবুল সুপ্রিয়’র মায়ের… শোকে ভেঙে পড়লেন সাংসদ
বিজেপি নেতা অমরনাথ শাখা জানান, ‘তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন বিজেপি বা কেন্দ্র সরকার থেকে যতগুলি সুবিধা দিচ্ছে সব তৃণমূল সরকার দিচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষের রেশনের চাল যতটা পাওয়ার কথা দিচ্ছে না, কেন্দ্র সরকারের থেকে যে ঘরগুলি আসছে সে গুলোকে কাটমানি না দিলে পিছিয়ে দেওয়া হচ্ছে, আবার কারোর কারোর ফিরিয়ে দেওয়া হচ্ছে ঘরগুলিকে। এছাড়া অমরবাবু আরও বলেন, ‘দৈনন্দিন দিনে সাধারণ বাড়ির মহিলারা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীরা খুন হচ্ছে,পশ্চিমবাংলাকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যদি না বাঁচানো যায় তাহলে এটা বাংলাদেশ পরিণত হয়ে যাবে। তবে এই চক্রান্ত বিজেপি কোনদিনই মানবে না’।