পশ্চিমবঙ্গহেডলাইন
গৃহ সংকল্প অভিযান নিয়ে জরুরি সভা বিজেপি’র কুমারগ্রাম দুই নম্বর মন্ডল কমিটির

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: দু’হাজার একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কুমারগ্রাম দুই নম্বর মন্ডল কমিটির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিনের সভায় দলের গৃহ সংকল্প অভিযান ও আসন্ন বিধান সভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।
উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য এস টি মোর্চার সহ সভাপতি মনোজ কুমার ওঁরাও, দুই নম্বর মন্ডল কমিটির সভাপতি নিশান লামা, মন্ডল সাধারন সম্পাদক প্রতাপ লামা ও বিমল নার্জিনারী, আলিপুরদুয়ার জেলা পরিষদের বিরোধী দলনেত্রি কল্পনা নাগ, কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান তিমির দাস সহ নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও সদস্যারা।মনোজ কুমার ওঁরাও জানান এদিন মুলত সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি গৃহ সঙ্কল্প অভিযান বিষয়ে আলোচনা হয়।