পশ্চিমবঙ্গহেডলাইন
বিজেপির অবস্থান কর্মসূচি কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়িতে
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: রেশন দুর্নীতি বন্ধ করা, করোনা নিয়ে সঠিক তথ্য প্রকাশ, লকডাউন পিরিয়ডে তিন মাসের বিদ্যুত বিল মকুব করা সহ মোট ছয় দফা দাবীকে সামনে রেখে বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থানে বসেন বিজেপির কুমারগ্রাম তিন নম্বর মন্ডল কমিটি।
আলিপুরদুয়ার জেলা কমিটির সহ সভাপতি বিপ্লব সরকার জানান এদিনের অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহন কারী সকলেই সামাজিক দুরত্ব বজায় রেখেছেন। অবস্থান কর্মসূচি চলে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। উপস্থিত ছিলেন তিন নম্বর মন্ডল কমিটির সভাপতি বাবুল সরকার, দলের আঞ্চলিক নেতা প্রবীর চক্রবর্তী, সুনিল মাহাতো সহ দলীয় কর্মী গন। সাধারণ মানুষের স্বার্থে তাদের দলীয় কর্মসূচি চলতেই থাকবে বলে জানান বিপ্লব সরকার।