fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

তথাগত আসায় শক্তি বাড়লো: দিলীপ

শরণানন্দ দাস, কলকাতা: মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শহরে ফিরেই সক্রিয় হয়েছেন। শুরুতেই বৈঠক করেছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে। বুধবার ‘সেল্ফ কোয়ারেন্টাইনে’ থাকা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিউটাউনের বাসভবনে এলেন তথাগত রায়। তাঁকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ আপনি আসায় আমাদের শক্তি বাড়লো।’

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তথাগত রায় অভিজ্ঞ রাজনীতিক। আমি বলেছি দল বড় হচ্ছে , দলে অনেক নতুন মুখ। আপনি সক্রিয় হোন। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। উনি দিল্লি যাবেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। অনেক দিন পরে দেখা হলো। উনি সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই। আমরা একটা টিম হিসাবে কাজ করছি। এইতো অরবিন্দজি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন। আমরা শোভন চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’

অন্যদিকে তথাগত রায় বলেন, ‘ কলকাতা আসার পর দিলীপদার সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল। তাই আজ দেখা করে গেলাম। সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন। দল নিয়ে, একুশের লড়াই নিয়েও কথা হয়েছে। আমি আগেই দলের সদস্য হওয়ার জন্য মিসড কল দিয়ে পঞ্জীকরণ করেছি। একসাথে লড়ব।’ একটি ফেসবুক পেজে তথাগত রায়কে মুখ্যমন্ত্রী দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি জানিনা কারা এটা করেছে। আমি এই ঘটনার নিন্দা করছি। আসলে অনেকেই আছে যারা ভাঙন ধরাতে চায়।’

Related Articles

Back to top button
Close