বিজেপির পুজোকে কটাক্ষ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘বিশেষ রাজনৈতিক দলের পুজো এটা ভারতবর্ষে এর আগে কখনো হয়নি।’ কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার এক সক্ষাতকারে বিজেপির পুজো করার সিদ্ধান্তের কড়া বিরোধিতা করলেন পুরমন্ত্রী। তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষ ভাবে একটা পুজো করবো এটা কখনও হয় না। তাহলে দরকার হলে সব পূজা করতে হবে।’ চলতি বছরের প্রথম পুজো করতে চলেছে বিজেপি মহিলা মোর্চা এবং কালচারাল সেল। এদিন সল্টলেকে সেই পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে এসেছিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। সেখানে বিজেপির এই পুজো নিয়ে মন্তব্য করেছিলেন মুকুল রায়। এদিন তারই পালটা কটাক্ষ করেন ফিরহাদ।
প্রসঙ্গত রাজ্য দুর্গাপুজোর অনুমতি দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছিল শাসক বিরোধীদলের তরজা। মুখ্যমন্ত্রীর পুজোর অনুমতি নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পুজোর অনুমতি কেন দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিল বিজেপি। মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। তবে শেষ পর্যন্ত অনুদানের খরচের হিসাব রাজ্য সরকারকে দিতে হবে এই বলেই রায় ঘোষণা করেছে আদালত। যদিও পুজোর বন্ধের ব্যাপারে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি আদালতে তরফ।