fbpx
দেশহেডলাইন

মহারাষ্ট্রে নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নারভেকার

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্পিকার নির্বাচনেও জয়ী হল শিন্ডে শিবির। মহারাষ্ট্র নতুন স্পিকার নির্বাচিত হলেন বিজেপির রাহুল নারভেকার। তিনি ভোট পেয়েছেন ১৬৪। স্পিকার নির্বাচনে সরকার ও বিরোধী উভয়েই প্রার্থী দিয়েছিল। শিন্ডে-বিজেপি শিবিরের তরফে মনোনীত কোলাবার এই বিধায়ক জয়ী হয়েছেন।

আগে শিবসেনা ও এনসিপির সঙ্গে যুক্ত থাকলেও ২০১৯ সালে দল পরিবর্তন করেছিলেন রাহুল নারভেকার। তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে দক্ষিণ মুম্বইয়ের কোলাবা বিধানসভা থেকে লড়াই করেছিলেন তিনি। গেরুয়া শিবিরের হয়ে জয়ী হন তিনি।

শিবসেনার বিধায়ক এবং উদ্ধব ঠাকরের অনুগত রাজন সালভির ছিলেন রাহুল নার্ভেকারের বিরোধী পক্ষ। তিনি স্পিকার নির্বাচনের জন্য শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের তরফে প্রার্থী ছিলেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ রাজ্য বিধানসভার অন্যান্য বিধায়করা ভোট দিয়েছিলেন। তবে সমাজবাদী পার্টি এই ভোট দেওয়া থেকে বিরত ছিল। এই দলের বিধায়ক, আবু আজমি এবং রইস শেখ উপস্থিত থাকলেও ভোটে অংশ নেননি। এআইএমআইএম-এর বিধায়করাও ভোটদান থেকে বিরত ছিলেন। ভোটের পরে, ডেপুটি স্পিকার জানান যে, শিবসেনার বিধায়করা হুইপের বিরুদ্ধে ভোট দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হয়েছে. দলীয় হুইপের বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তাদের নাম লিখতে হবে

সোমবার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। তার আগে উদ্ধব বিরোধী শিবিরের এই জয় খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Back to top button
Close