মেচেদায় চাঁদের হাট, কেন্দ্রের যুগান্তকারী কৃষি আইনের সমর্থনে বিজেপির মহাসমাবেশ

শ্যামল কান্তি বিশ্বাস : রাজ্যের জন বিরোধী মমতা সরকারের সীমাহীন সন্ত্রাস ও অত্যাচারের প্রতিবাদ সহ দেশের কৃষিস্বার্থ সুরক্ষিত কেন্দ্রের যুগান্তকারী কৃষি আইনের সমর্থনে আজ মেচেদায় বিজেপি-র মহা সমাবেশ। ভারতীয় জনতা কৃষাণ মোর্চা, তমলুক সাংগঠনিক জেলা কমিটির আহ্বানে আয়োজিত এই মহাসমাবেশকে কেন্দ্র করে জেলাব্যাপী শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা।
দলের কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উচ্ছাস সহ সীমাহীন আগ্ৰহে আজকের মহাসমাবেশ জেলার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করবে বলে অভিমত বিজেপি কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের। তিনি এক সাক্ষাৎকারে জানালেন,দলের এই কর্মসূচি কে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।বেশ কিছু চমক অপেক্ষা করছে আজকের এই সভায়। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষণ কৈলাস বিজয় বর্গী আজকের সভার প্রধান বক্তা। এছাড়াও দলের একঝাঁক রাজনৈতিক তারকার উপস্থিতিতে আজকের দলীয় সমাবেশ চাঁদের হাটে পরিনত হবে হলে মত স্থানীয় বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুনঃ ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হল ডেবরায়
বুধবার সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত থাকবেন দলের কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়, কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার, রাজ্য যুব সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ,দলের রাজ্য সহ সভাপতি তথা সাংসদ অর্জুন সিং,রাজ্য সহ সভাপতি ভারতী ঘোষ, রাজ্য সহ সভাপতি মাফুজা খাতুন,রাজ্য সম্পাদক সিদ্ধার্থ নস্কর সহ তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভাপতি নবারুণ নায়েক। ভারতীয় জনতা, কৃষাণ মোর্চা, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ ব্যানার্জি এ সংবাদ জানিয়েছেন।