পশ্চিমবঙ্গহেডলাইন
আলিপুরদুয়ারে বিজেপির ত্রাণ বিলি
সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার ১ ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির আলিপুরদুয়ার জেলার ১০ নং মণ্ডল কমিটির পক্ষ থেকে লকডাউনের ফলে সমস্যায় থাকা দুঃস্থ মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিলি করা হল। এদিন একটি গাড়িতে করে আলিপুরদুয়ার ১ ব্লকের, শলাকুমার হাট জলদাপাড়া সহ বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী গুলো পৌছে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।
আরও পড়ুন: কলকাতায় করোনা পজিটিভ এক সাংবাদিক
বিজেপির ১০ নং মন্ডল সভাপতি ক্ষিতিশ বর্মন বলেন, লকডাউনের জন্য অনেক মানুষ কাজ হারিয়েছেন। কারও ঘরে খাওয়ার জুটছে না। প্রবল সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ। তাই আমরা এই উদ্যোগ গ্রহণ করলাম।