আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির পথ অবরোধ কাঁকটিয়া বাজারে

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: সাধারণ মধ্যবিত্ত মানুষজন আজ নাজেহাল আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির জন্য। আলু পিঁয়াজ থেকে শুরু করে প্রতিটি শাক সবজির দাম বহুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ যে বৃদ্ধি পাচ্ছে তা হাটে বাজারে মানুষজন বাজার করতে এলেই পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে কোনও কথাই বলছে না। এরই প্রতিবাদে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিজেপির মন্ডল ২- এর পক্ষ থেকে মেছেদা হলদিয়া রোডের কাঁকটিয়া বাজারে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করল।
কর্মী-সমর্থকরা মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বারংবার নানা স্লোগান দিতেও থাকে। কর্মীরা প্রায় আধঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। তবে ওই স্থানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য আগেভাগেই তমলুক থানার ওসি জলেশ্বর তিওয়ারি বিশাল পুলিশবাহিনী ওই স্থানে পাঠায়। বিশৃংখলার খবর নেই বিজেপির এই কর্মসূচিতে। নেতৃত্ব দেন মন্ডল ২-এর সভাপতি সহদেব সামন্ত, সুভাষ খাঁড়া, দিনবন্ধু পাল প্রমূখ নেতৃত্ব। সহদেব সামন্ত এক সাক্ষাৎকারে জানান রাজ্যের সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে নাজেহাল, মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এর বিরুদ্ধেই আজকের এই কর্মসূচি। আগামী দিনে সরকার সোচ্চার না হলে কর্মী-সমর্থকরা বৃহত্তর আন্দোলনের পথে শামিল হবে।