fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

পুলিশের বিনা অনুমতিতেই হবে এসডিও অফিস ঘেরাও করে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচী 

কৃষ্ণা দাস, শিলিগুড়ি : দার্জিলিং জেলার সাংসদ রাজু বিষ্টের উদ্যোগে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জন্য ৫০ লক্ষ টাকার বীমার সুবিধা পেলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ বিষ্ণু চট্টোপাধ্যায়ের পরিবার।
আড়াই মাস আগে কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে করতে করোনা আক্রান্ত হয়ে বিষ্ণুবাবুর মৃত্যু হয়। বৃহস্পতিবার  বিষ্ণুবাবুর স্ত্রীর ব্যাঙ্ক  অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা হয়ে গিয়েছে বলে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিষ্ট ভিডিও ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। পাশাপাশি রাজ্য সরকারকেও পরিবারটির পাশে দাড়িয়ে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া আবেদন জানান।  তিনি বলেন, “আজ আমি এই খবরটি শুনে আন্তরিকভাবে খুশি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা জমা হয়েছে।  আমি আশাবাদী যে কোনও আর্থিক সঙ্কট মোকাবিলায় এই অর্থ সহায়তা করবে।  পাশাপাশি তিনি দার্জিলিং জেলার  জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন তাদের সহায়তা এই পরিবারকে তিন মাসেরও কম সময়ের মধ্যে বীমা নিষ্পত্তি করতে সহায়তা করেছে।
শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রবীণ আগরওয়ালও জানান এর আগে সাংসদ রাজু বিষ্ট নিজের থেকে পরিবারটির পাশে দাড়িয়ে ৫০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি কার্যকর্তারা নিজেরা গিয়ে সেই অর্থ পরিবারের হাতে তুলে দিয়ে এসেছেন। বৃহস্পতিবার শিলিগুড়ির ভেলাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনী ভবনে এক সাংবাদিক সম্মেলন করে কথাগুলি জানান প্রবীনবাবু। তার অভিযোগ, রাজ্য সরকারের তরফেও পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষনা করেছিল। কিন্তু দেড় মাস হয়ে গিয়েছে রাজ্যের তরফে কোনো আর্থিক সহায়তা পায় নি পরিবারটি। তার আগেই বিজেপির তরফে পরিবারটির পাশে দাড়িয়ে আর্থিক সহায়তা করা হল। তার কটাক্ষ রাজ্য সরকার শুধু আশ্বাস দেওয়া সরকার।
বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল আরও অভিযোগ,  রাজ্য জুড়ে নিত্যদিন গনতন্ত্র হত্যা করা হচ্ছে। সরকারে টিকে থাকার জন্য সাধারণ মানুষকে প্রান দিয়ে মুল্য দিতে হচ্ছে ১০০ র বেশি বিজেপি কর্মীদের হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে রাজ্য ব্যাপি বিজেপি জেলা সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যের প্রতিটি মহকুমা অফিসের সামনে ধর্ণা প্রদর্শন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শিলিগুড়ি সাংগঠনিক  জেলার তরফেও  প্রস্তুতি নেওয়া হয়েছে। তার অভিযোগ,  গত দুদিন ধরে চিঠি নিয়ে বিভিন্ন থানার পুলিশ আধিকারিক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অনুমতি চেয়ে আবেদন পত্র নিয়ে যাওয়া হয়েছে। সেই আবেদন পত্রে সাক্ষর দিয়ে অনুমতি দেওয়া তো দুরঅস্থ আবেদন পত্র গ্রহণ পর্যন্ত করে নি। তাই বিগত দিনের মত বিনা অনুমতিতেই ধর্ণা প্রদর্শন করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে যারা করোনা আবহে  সশরীরে এই কর্মসূচীতে উপস্থিত থাকতে পারবে না। তাদের ভার্চুয়ালী অংশগ্রহণ করার আবেূন জানান তিনি।

Related Articles

Back to top button
Close