fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

বিধানসভা ভোটে বিজেপির টিচার্স সেলকে বিশেষ দায়িত্ব

তানিয়া রায়, বারাসাত: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসাত টাকি রোডে অবস্থিত সরোজপার্ক সংলগ্ন সরস্বতী ভিলা-তে রাজ্য বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট তথা বারাসাত সাংগঠনিক জেলার অবজার্ভার রীতেশ তিওয়ারী, বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি টিচার্স সেলের কনভেনর মনোজ কুমার বালা, বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মজুমদার, কলকাতা উত্তর শহরতলীর শিক্ষক সংগঠনের আহ্বায়ক শৈলেন্দ্র মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব দের উপস্থিতিতে দুই-শতাধিক দলীয় শিক্ষক-শিক্ষিকাদের সামনে রেখে আগামী বিধানসভার ভোটযুদ্ধে জেলার বিজেপি টিচার্স সেলকে বিশেষ দায়িত্ব অর্পণ ও সংগঠনের রূপরেখা তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা।

 

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকলাপকে গতিশীল করতে ও জনসংযোগ বৃদ্ধিতে বিজেপি টিচার্স সেল দৃষ্টান্তমূলক নিদর্শন তৈরি করবে এবং সুশীল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে চলবে এই বার্তা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি, বর্তমান সরকারের আমলে ঘটে চলা ক্রমবর্ধমান নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হবে বিজেপি টিচার্স সেল বলেও জানানো হয়। এদিনের সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।

Related Articles

Back to top button
Close