পশ্চিমবঙ্গহেডলাইন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান বিজেপির

শ্যামল কান্তি বিশ্বাস, নবদ্বীপ : দেশের আদর্ নীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী জীর ৭০ তম জন্মদিন উপলক্ষে সারা দেশ আজ উৎসব আবহে মুখরিত। দেশের সঙ্গে সঙ্গতি রেখে এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনার পাশাপাশি দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ধমানের পূর্বস্থলি শহরে বিজেপির স্থানীয় নেতা কর্মী সমর্থক সহ সর্ব সাধারণের উপস্থিতিতে আজ ১৭ সেপ্টেম্বর সকাল থেকেই শুরু হয়েছে রাজপথে জঞ্জাল সাফাই অভিযান সহ স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ন।পথ চলতি ছোট শিশু সহ নাগরিক বৃন্দের মধ্যে মাস্ক, স্যানিটাইজার প্রদান সহ লাড্ডু ও চকলেট বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন উপলক্ষে পূর্বস্থলি শহরের বিভিন্ন প্রান্তে ৭০ টি চারাগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।