fbpx
দেশহেডলাইন

উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই বিজেপির জয়-জয়কার, হোলির মেজাজ রাজ্যজুড়ে

১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ বুথ ফেরত সমীক্ষাকেই মান্যতা দিল উত্তরপ্রদেশ সহ চার রাজ্যেই জয় জয়জকার বিজেপির। হোলির আগেই হোলির উৎসবে মানুষ। ভোটের কাউন্ট শুরু পর থেকে যত সময় এগোতে থাকে ততই খুশির জোয়ারে ভাসতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।  ১ লক্ষ ২ হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে ফের মসনদে বসছেন যোগী।  এমনকী লখিমপুর খেরিতে উল্লেখযোগ্য জয় পেয়েছে বিজেপি।

অন্যদিকে টক্কর দিতে আসা সমাজবাদী পার্টির ফলও খারাপ দিকে যায়নি। তবে সেভাবে দাঁত ফোটাতে পারল না কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে একজন দক্ষ প্রশাসকের আচরণ, সিদ্ধান্ত, এনআরসি বিরোধী আন্দোলনকে কড়াভাবে দমন করা, মহিলাদের জন্য নিরাপত্তা সব মিলিয়ে কাজ করে যোগী ফ্যাক্টর। গত বিধানসভার তুলনায় এবার ভোট শেয়ার অনেকটাই বাড়িয়ে নিয়েছে বিজেপি। একটা কথা উঠেছিল য়ে গত ভোটে মণ্ডল ভোট পায়নি বিজেপি। কিন্তু এবার ওবিসি ভোট ব্যাঙ্কের অনেকটাই দখল করে ফেলেছে বিজেপি। এর সঙ্গে যোগ হয়েছে আরও অন্যান্য শ্রেণি থেকে কেটে আসা ভোটও।

মণিপুর বিধানসভা নির্বাচনে এবার মূল লড়াই মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন মণিপুর প্রোগ্রেসিভ সেকুলার জোটের মধ্যে। বিজেপি-র এনডিএ জোটের মধ্যে সেভাবে কোনও রাজনৈতিক দল নেই। মণিপুরের বিজেপি-র মুখ বীরেন সিং। অন্যদিকে কংগ্রেস জোটের মুখ ওকরাম ইবোবি সিং। কংগ্রস ৫৩টি আসনে প্রার্থী দিয়েছে, সিপিআই দিয়েছে ২টি আসনে। অন্যদিকে বিজেপি ৬০টি আসনেই ভোট দিয়েছে। এই রাজনৈতিক দলগুলির বাইরেও ভোটযুদ্ধে সামিল হয়েছে নাগা পিপলস ফ্রন্ট। এরা ৯টি আসনে প্রার্থী দিয়েছে। এছাড়াও রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। এরা ৩৯টি আসনে প্রার্থী দিয়েছে। এদের বাইরেও আরও কিছু রাজনৈতিক দল রয়েছে যারা মণিপুর নির্বাচনে প্রার্থী দিয়েছে। বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বীরেন সিং। তিনি হাঙ্গাং আসনে ১৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের পিএস সিং।

Related Articles

Back to top button
Close