উত্তাল মার্কিন মুলুক, এক কৃষ্ণাঙ্গকে পিছন থেকে গুলি করল পুলিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে মার্কিন মুলুকে জর্জ ফ্লয়েডের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিশ্বকে। এরপর ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হল মার্কিন মুলুকে। এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে পিছন থেকে গুলি করল মার্কিন পুলিশ। এয়ারের ঘটনাস্থল আমেরিকার কেনোসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ২৯ বছরের কৃষ্ণাঙ্গ জেকোব ব্ল্যাককে পিছন থেকে গুলি চালাচ্ছে উইসকনসিন পুলিশ। গুলি চালাচ্ছে। এই ঘটনার পরেই বিক্ষোভ দেখা যায় মার্কিন মুলুকে। পরিস্থিতির মোকাবিলা কার্ফু জারি করা হয়েছে।
[আরও পড়ুন- আর্থিক তছরূপের দায়ে এবার নীরব পত্নী অ্যামি মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি]
এর আগে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে খুন করার অভিযোগ ওঠে শ্বেতাঙ্গ পুলিশকর্মীর বিরুদ্ধে। সেইসময় মিনিয়াপোলিস থেকে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। এরপর ফের ২৯ বছরের কৃষ্ণাঙ্গ জেকোব ব্ল্যাককে গুলি করার ঘটনায় আগুন জ্বলে উঠেছে।