fbpx
আন্তর্জাতিকহেডলাইন

কৃষ্ণাঙ্গ এমপি ‘ক্রীতদাস’! চরম দক্ষিণপন্থী ম্যাগাজিনের বিরুদ্ধে গর্জে উঠল নেপোলিয়নের দেশ

ওই ফরাসি ম্যাগাজিনের পাঠকবর্গ মূলত চরম দক্ষিণপন্থী সমর্থক। সেখানেই ওবোনোকে নিয়েও একটি সাত পৃষ্ঠার কাল্পনিক গল্পে তাঁর গলায় শিকল বাঁধা অবস্থার ছবি ছাপা হয়েছে।

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  ফ্রান্সের চরম রক্ষণশীল একটি ফরাসি ম্যাগাজিনে ফ্রান্স পার্লামেন্টের এক কৃষ্ণাঙ্গ সদস্যকে ক্রীতদাস হিসেবে দেখানো হয়েছে। আর অবধারিতভাবেই তার প্রতিবাদে পথে নেমেছে প্রায় সারা দেশ। দেশবাসীর সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়ে ম্যাক্রোঁও। প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, ড্যানিয়েলা ওবোনো নামে ওই এমপি–কে ফোন করে ম্যাক্রোঁ বলেছেন তিনি নিজে বর্ণবৈষম্যকে ঘৃণা করেন।

ভ্যালেউর অ্যাকিউলে নামে ওই ফরাসি ম্যাগাজিনের পাঠকবর্গ মূলত চরম দক্ষিণপন্থী সমর্থক। সেখানেই ওবোনোকে নিয়েও একটি সাত পৃষ্ঠার কাল্পনিক গল্পে তাঁর গলায় শিকল বাঁধা অবস্থার ছবি ছাপা হয়েছে। শুধু প্রেসিডেন্টই নয়, ফ্রান্সের প্রধানমন্ত্রী শন কাসটেক্সেও ওই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, ওবোনোর প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। আইনমন্ত্রী এরিক ডুপন্ড–মোরেত্তি বলেছেন, আইনের আওতার মধ্যে থেকে কেউ স্বাধীনভাবে কিছু লিখতেই পারেন, কিন্তু তা ঘৃণা করার অধিকারও অন্য কারও থাকবে। ওবোনো নিজে এব্যাপারে টুইট পোস্টে লিখেছেন, ‘‌চরম দক্ষিণপন্থী— ঘৃণ্য, মূর্খ, নিষ্ঠুর। সার কথায় ঠিক তাদেরই মতো।’‌
বর্ণবৈষম্য বিরোধী সংগঠন এসওএস রেসিজম এভাবে আফ্রিকা এবং আরম রাজনীতিকদের বিরুদ্ধে বেড়ে চলা উস্কানিমূলক কাজের কঠোর নিন্দা করে বলেছে এব্যাপারে আইনি পদক্ষেপ করা হবে। এদিকে দেশ জোড়া বিক্ষোভের মুখে নিজেদের পিঠ বাঁচাতে ভ্যালেউর ম্যাগাজিন কর্তৃপক্ষ কোনওরকম বর্ণবিদ্বেষী সংযোগের কথা অস্বীকার করে বলেছে, ওই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। তারা এধরনের কাজ সমর্থন করে না। ফ্রান্সের চরম দক্ষিণপন্থী দল ন্যাশনাল র‌্যালি পার্টিও চাপে পড়ে ওই খবরকে কুরুচিকর বলে মন্তব্য করেছে।

Related Articles

Back to top button
Close