১৩ জন শহিদের জন্য ১৩ জনের রক্ত উৎসর্গ

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: ১৩ জন শহিদের জন্য ১৩ জন রক্তদান করল বসিরহাটে। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একুশে জুলাই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের জন্য ভার্চুয়াল সভার আয়োজন করেছেন। এই লকডাউনে রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে, বুথে-বুথে নেতা-কর্মী-সমর্থকদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক দিকে যেমন সেই খরচাপাতি বাঁচিয়ে কেউ ত্রাণ বিলি করছেন, আবার কেউ করোনা সতর্কতার বার্তা নিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং আরফানের দুর্গতদের পাশে দাঁড়াতে তাদের সবরকম সাহায্য করছেন।
[আরও পড়ুন- ২১-শে জুলাই খরচের টাকায় দুঃস্থদের ত্রাণ বিতরণ]
এরমধ্যে হাড়োয়া খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েত তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান নুরুল ইসলামের উদ্যোগে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ৯৩ সালের ১৩ জন শহিদের জন্য ১৩ হাজার জন মহিলা, পুরুষ সহ গ্রামবাসীরা রক্তদানের মধ্য দিয়ে শহিদদের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করেন। এখানে উপস্থিত ছিলেন বিধায়ক হাজী নুরুল ইসলাম, হাড়োয়া ১ নম্বর ব্লক সভাপতি সফিক আহমেদ, তৃণমূল নেতা হাফিজ আহমেদ, খাসবালান্দা উপ প্রধান রাজ্জাক আলী মোল্লা, খাসবালান্দা অঞ্চল সভাপতি সিরাজ গাজী সহ এলাকার শিক্ষক-শিক্ষিকা থেকে বুদ্ধিজীবীরা।