পশ্চিমবঙ্গহেডলাইন
ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট কাটাতে আয়োজিত হল রক্তদান শিবির

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কিশোর সংঘের উদ্যোগে ও ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহায়তায় মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান শিবির। এদিন শিবিরে সংগৃহীত ৩০ ইউনিট রক্ত তুলে দেওয়া হয় ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে। উদ্যোক্তারা জানান, করোনা আবহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দূর করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি।
এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিপ্লব নার্জিনারী, পঞ্চায়েত সমিতির সদস্য শশবতী কার্জী, পঞ্চায়েত সদস্য পরেশ নার্জিনারী সহ এলাকার বিশিষ্টজনেরা।