fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোভিড পরিস্থিতির মধ্যে সেনা জওয়ানদের উদ্দেশে রক্তদান শিবির

পরিমল দে, বসিরহাট: সেনা জওয়ানদের জন্য সেবা ভারতীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির। শিবির থেকে রক্ত সংগ্রহ করলেন ভারতীয় সেনার চিকিৎসকরা। রবিবার বসিরহাট পিফা এলাকায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেবা ভারতীর পক্ষ থেকে। আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী এদিন শিবির থেকে রক্ত সংগ্রহ করেন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড হাসপাতালের সেনাবাহিনীর চিকিৎসকরা।

আরও পড়ুন:বিধিনিষেধ মেনে ধর্মীয় উৎসব পালনের জন্য ‘মন কি বাত’ থেকে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

সেনা জওয়ান দের রক্তের চাহিদা মেটাতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেবা ভারতের পিফা এলাকার সংগঠনের পক্ষ থেকে। মূলত ৫০ জন রক্তদাতার শরীর থেকে রক্ত সংগ্রহের উদ্দেশ্যে এদিনের শিবিরের আয়োজন করা হয়েছিল। স্বেচ্ছায় রক্ত দান করতে শিবিরে হাজির হয়েছিলেন এলাকার যুবকরা। কোভিড পরিস্থিতির মধ্যেও মূলত সেনা বাহিনীর জওয়ানদের রক্তের চাহিদা মেটাতে এদিনের শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তন্ময় হালদার। এছাড়াও এদিনের শিবিরে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক তন্ময় মুখোপাধ্যায়।

Related Articles

Back to top button
Close