পশ্চিমবঙ্গহেডলাইন
কান্দিতে রক্তদান শিবির আয়োজন করলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা
কৌশিক অধিকারী, কান্দিঃ পশ্চিম বঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কান্দি মহকুমা শাখার পক্ষ থেকে রক্তের সংকট মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন করল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।
শনিবার কান্দি পৌরসভা হলে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। করোনা ভাইরাস মোকাবিলার জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে চলছে লক ডাউন। লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা । ফলে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট মেটাতে শনিবার এই রক্তদান শিবির আয়োজন করা হয়।
শনিবার প্রায় ৩০ জন রক্তদাতা এই রক্তদান করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শুভজিত সিনহা, কান্দি মহকুমা তৃণমূল সভাপতি গৌতম রায়, কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি মহকুমা তৃণমূল প্রাথমিক সভাপতি খন্দেকার আইনাল হোসেন।