রক্তের আকাল! দেউলপোতা গ্রাম্য গোষ্ঠীর রক্তদান শিবির
ভীষ্মদেব দাশ, খেজুরি (পূর্ব মেদিনীপুর): মহামারীর সময়ে রক্তের আকাল মেটাতে এগিয়ে এল দেউলপোতা গ্রাম্য গোষ্ঠী। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। এই মহামারীর মুহুর্তে রক্তের আকাল পড়েছে ব্লাড ব্যাঙ্কগুলিতে।
মার্চ মাস থেকেই বিভিন্ন সংগঠন, ক্লাবের উদ্যোগে উৎসবের পাশাপাশি রক্তদান শিবির শুরু হত। যারফলে রক্তের জোগান থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে বন্ধ সব উৎসব। গত বছরের ন্যায় রক্তদান শিবিরের সংখ্যা নিতান্তই কম। তাই রক্তের ঘাটতি মেটাতে রক্তদান করছেন পুলিশ। পুলিশের পাশাপাশি বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনও এগিয়ে এসেছেন। রবিবার খেজুরি-১ ব্লকের দেউলপোতা গ্রাম্য গোষ্ঠীর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। নন্দীগ্রাম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির হয়।
রক্তদান শিবিরে রক্তদান করেন ৪২জন রক্তদাতা। ক্লাব সম্পাদক তনুজ বেরা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অঙ্গীকারবদ্ধ আমরা। রক্তের ঘাটতি মেটাতে আমরা শিবির করলাম। রক্তদান শিবিরের পাশাপাশি আমরা কিছুদিন আগে ৫০০জন দুঃস্থ মানুষকে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।