fbpx
পশ্চিমবঙ্গ

রাষ্ট্রসংঘের বিশেষ পুরস্কার প্রাপ্ত সোনু সুদের সম্মানে রক্তদান শিবির

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: করোনা আবহে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য রাষ্ট্রসংঘের বিশেষ পুরস্কার প্রাপ্ত সোনু সুদের সম্মানার্থে কামাক্ষ্যাগুড়িতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্ত রায়ের উদ্যোগে ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় কামাক্ষ্যাগুড়ি আশ্রয় ভবনে আয়োজিত এই শিবিরে মোট নয় ইউনিট রক্ত সংগৃহীত হয়।

শ্যামাপ্রসাদ দত্ত রায় জানান, সংগৃহীত রক্ত ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। অতিমারি আবহে ব্লাড ব্যাঙ্ক গুলিতে চলছে রক্তের সঙ্কট। সেই সঙ্কটে কিছুটা সহায়তা প্রদান ও সোনু সুদকে সম্মান জ্ঞাপনের লক্ষ্যেই এই রক্ত দান শিবির বলে ও তিনি জানান। দু মাস আগেও তিনি সোনু সুদের প্রতি সম্মান জানাতে একটি রক্তদান শিবির এর আয়োজন করেছিলেন।

Related Articles

Back to top button
Close