পশ্চিমবঙ্গহেডলাইন
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কাঁথিতে রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি, কাঁথি (পূর্ব মেদিনীপুর): করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে আবার আমফান ঝড়ের ফলে জেলা জুড়ে ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছে বাসিন্দারা। এর জেরে মুমূর্ষু রোগিরা সমস্যায় পড়েছেন। রক্তের অভাবে রোগি ও পরিবারের লোকেদের মধ্যে বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কাঁথির একটি ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে।
এই শিবিরে প্রায় ৪৪ জন রক্ত দান করেন। সমগ্র রক্ত সংগ্রহ করেন কাঁথি মহাকুমা ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক রাম পণ্ডা, গোপাল মহাপাত্র, সতীনাথ দাস অধিকারী প্রমুখ। সংস্থার পক্ষে অনিমেষ গিরি বলেন, করোনা ভাইরাস ও ঝড়ে দাপটে ব্যাপক রক্তের আকাল দেখা দিয়েছে। রক্ত শিবিরের ফলে অনেক মুমূর্ষু রোগির প্রাণ বাঁচবে।