পশ্চিমবঙ্গহেডলাইন
বাঁকুড়া নগর সেবা ভারতীর উদ্যোগে রক্তদান শিবির

অতনু রায়, বাঁকুড়াঃ বিশ্বজুড়ে করোনার থাবা চলছে মহামারী এই করোনাকাল পরিস্থিতিতে রক্ত সংকট দেখা দিচ্ছে চারিদিকে। এই রক্তের অভাব পূরণ করতে এগিয়ে এলেন বাঁকুড়া নগর সেবা ভারতীর. তাঁদের উদ্যোগে রক্তদান শিবির ও বস্ত্র দানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অখিল ভারতীয় সহ প্রচারক অদৈত্য চরন দত্ত। রবিবার প্রায় ৭০ জন রক্ত দাতা রক্ত দান করেন এবং ২৫০ জনের অধিক শীত বস্ত্র দান করা হয় এখানে।
অখিল ভারতীয় সহ-প্রচারক অদৈত্য চরণ দত্ত বলেন, এই করোনা মহামারী কেবলমাত্র ভারতে নয় সারা বিশ্বজুড়ে। তাই আমাদের সাবধান থাকতে হবে, করোনাকে মোকাবেলা করার একমাত্র উপায় সাবধানে থাকা। এখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পুর্ব ক্ষেত্রের সংগঠন মন্ত্রী স্বপন মুখার্জি, বাঁকুড়া জেলা মিডিয়া প্রমুখ দেবদীপ সিংহ, বাঁকুড়া নগর কার্যবাহ সঞ্জীব মহাপাত্র।