DYFI-এর উদ্যোগে রক্তদান শিবির

দুঃখ ভঞ্জন পরামানিক, বরাবাজারঃ বর্তমান এই সংকটকালীন মুহূর্তে জেলাজুড়ে চলছে রক্তের সংকট। আর সেই রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এল সিপিআইএম-এর যুব সংগঠন DYFI। এই যুব সংগঠনের বরাবাজার লোকাল কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় সম্প্রতি এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বরাবাজারের নীল মোহনপুরে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ে এই শিবিরটি আয়োজিত হয়।
শিবিরটির শুভারম্ভের পূর্বে তাদের দলীয় পতাকা উত্তোলন করার পর শহীদ বেদীতে দলীয় নেতৃত্বরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনাদেরও শ্রদ্ধা নিবেদন করা হয়।এই রক্তদান শিবিরে সেবাব্রতী মনোভাবাপন্ন প্রায় ৭০ জন যুবক যুবতী এবং সাধারণ মানুষ নিজ ইচ্ছায় রক্ত দান করেন বলে জানান ডি ওয়াই এফ আই এর জেলা সম্পাদক শ্যামল মাহাতো।এছাড়াও বরাবাজার লোকাল কমিটির সদস্য স্বপন মাহাতো জানান তাদের এই সংগঠনের পক্ষ থেকে সমগ্র জেলা জুড়ে তারা শিবির করে চলেছেন নিজেদের সংগঠনের উদ্যোগে ও ব্যবস্থাপনায়।এই শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা ও ব্লক নেতৃত্ব এবং জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য মহম্মদ ইব্রাহিম।