পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে রক্তদান শিবির

হিতৈষী দেবনাথ, আলিপুরদুয়ার: করোনা পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে আলিপুরদুয়ার জেলাতেও রক্ত সংকট দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই এক নজিরবিহীন এক ঘটনা ঘটলো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার শহরে আয়োজিত হল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে রক্তদান শিবির। শনিবার আলিপুরদুয়ার শহরের কর্মচারী ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সহ মোট ২৪ জন রক্তদান করেন।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন আলিপুরদুয়ার ভাটিবাড়ী বিন্দিপাড়ার শহীদ জওয়ান বিপুল রায়ের পিতা নীরেন রায়। সংগঠনের পক্ষ থেকে নীরেন রায়কে সম্মাননা ও মানপত্র দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন লেখক শিল্পী সংঘের সম্পাদক স্বপন কুমার ভৌমিক। সংঘটনের সম্পাদক বিনয় ধর, সভাপতি সুবল রায় এবং অনেকে।