রক্তদানের মধ্য দিয়েই পথ চলা শুরু সংকল্প ফাউন্ডেশনের

ভাস্করব্রত পতি, তমলুক: ইচ্ছে থাকলেই উপায় হয়। সাধ থাকলেই চলে, সাধ্য সীমিত হলেও! একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্ম হোলো স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। অভিনব এই পদ্ধতি স্বভাবতই বিদগ্ধজনের মন কেড়ে নিয়েছে। রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প ফাউন্ডেশন’। অঙ্কুরেই বড় ভাবনার দৃষ্টান্ত!
সংকল্প ফাউন্ডেশন ও আলো ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির কর্মসূচির মধ্য দিয়ে সংকল্পের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল। এদিন সমবেত অতিথির উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং লোগো উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন ডিসিসিআইয়ের সভাপতি আনন্দগোপাল মাইতি। এদিন রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পোদ্যোগী মদনমোহন মাইতি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক গোপাল সাহা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া, বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অরূপ ভূঞ্যা, ‘নয়ন’ পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ ওঝা, ‘শালবীথি’র সম্পাদিকা রীতা বেরা, সুব্রত মহাপাত্র, অভ্ৰজোতি নাগ, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক ও রক্তদান আন্দোলনের কর্মী সুদীপ কুমার খাঁড়া, সুস্মিতা পাল, জয়ন্ত মন্ডল, সুশান্ত কুমার ঘোষ, মনিকাঞ্চন রায়, নন্দিতা দে, কৃষ্ণা রায় প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বর্ষীয়ান সমাজসেবী রাজশ্রী মন্ডল। সংকল্পের পক্ষে গোটা অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন সম্পাদিকা পারমিতা সাউ, কার্যকরী সভাপতি পিন্টু সাউ, সহসভাপতি সুব্রত দত্ত, ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, সদস্য সুদীপ্তা দে, ইন্দ্রদীপ সিনহা, নরোত্তম দে, রত্না দে প্রমুখ। ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েই পথচলার ভাবনা সংগঠনটির।