ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সঙ্কট কাটাতে রক্ত দান শিবির

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: অতিমারি আবহে রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে চলছে রক্তের সঙ্কট। এই সঙ্কটে সহায়তা করতে রবিবার স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল কুমারগ্রামের কোহিনূর ইয়ুথ কমিটি। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহায়তায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় কোহিনুর এম এস কে স্কুলে।
উদ্যোক্তাদের পক্ষে কমল সরকার জানান এদিন শিবিরে চব্বিশ জন পুরুষ ও দুই জন মহিলা রক্ত দান করেন। সংগৃহীত ছাব্বিশ ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান প্রত্যন্ত গ্রামীন এলাকায় এই ধরনের শিবির এই প্রথম আয়োজন করা হয়েছে। গ্রামীন এলাকার বাসিন্দাদের রক্ত দানে উৎসাহিত করতে আলিপুরদুয়ার এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন দিনভর প্রচার চালায়। গ্রামীন এলাকায় ছাব্বিশ ইউনিট রক্ত সংগ্রহ হবে এটা তাদের আশাতীত। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা ভবিষ্যতে এধরনের আরও রক্তদান শিবির করবেন বলেও জানান কমল সরকার।