fbpx
দেশহেডলাইন

রক্তাক্ত অমৃতসরঃ BSF কনস্টেবলের গুলিতে হত পাঁচ জওয়ান, নিহত অভিযুক্ত

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সহকর্মীদের সঙ্গে বচসা জেরে  চলল। আর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাঁচ বিএসএফ- জওয়ানের। অভিযুক্ত অপর এক কনস্টেবল।  তারও মৃত্যু হয়েছে। অমৃতসরের ঘটনা। রবিবারের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে। এক বিএসএফ কনস্টেবল তার আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।  এই ঘটনা মারাত্মক পরিণতির দিকে যায়। আগত আরও এক কনস্টেবল। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাসার বিএসএফ মেসে সত্তেপার নামের এক কনস্টেবল অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

তবে, প্রত্যক্ষদর্শী কয়েকজন জওয়ানের দাবি, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে ঝগড়া শুরু হয় সত্তেপারের। সেই বচসা চলাকালীন আচমকাই সত্তেপা তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন।

বিএসএফ- বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘৬ মার্চ খাসায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কনস্টেবল সত্তেপারের গুলিতে শহিদ হয়েছেন ৫ জন জওয়ান। অভিযুক্ত কনস্টেবলও এই ঘটনার মারা গিয়েছেন।  গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। কী হয়েছিল তা নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে’।

Related Articles

Back to top button
Close