নির্বাচনের আগেই রক্তাক্ত বিহার, খুন প্রাক্তন আরজেডি নেতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নির্বাচনের কথা ঘোষণা হতেই বিহারে শুরু হয়েছে হানাহানির রাজনীতি। রবিবার ফের রক্তাক্ত হল বিহার। খুন হলেন প্রাক্তন আরজেডি নেতা। ঘরে ঢুকে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর মাওবাদীদের দিকে। এই খুনের ঘটনায় নতুন করে উত্তপ্ত হল বিহারের পূর্ণিয়া জেলার খাজাঞ্চি হাট। মৃত আরজেডি নেতার নাম শক্তি মল্লিকা।
জানা গিয়েছে, রবিবার সকালে পূর্ণিয়ার খাজাঞ্চি হাট এলাকায় শক্তি মল্লিকার ঘরে ঢুকে তিন মাওবাদী হামলা চালায়। মৃত শক্তি মল্লিকা রাষ্ট্রীয় জনতা দলের প্রাক্তন নেতা। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পঙ্গু হতে দেওয়া যাবে না: ধনকর
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভোরের দিকে তিন মাওবাদী মুখে গামছা বেঁধে ঘরে ঢুকে পড়ে। এরপর সরাসরি আরজেডি নেতাকে লক্ষ্যে করে গুলি করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা। হাসপাতালেই মৃত্যু হয় ওই প্রাক্তন নেতার।