
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: রক্তাক্ত পুরীর মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে পূজারীর ছেলেকে গুলি করে খুন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা এসপি বিশাল সিং জানিয়েছেন হত্যার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ হত্যার কারণ ব্যক্তিগত শত্রুতা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷
ঘটনায় ঘিরে আতঙ্ক ছড়িয়েছে পুরীতে। পুরী চিরকালই পর্যটন প্রিয় এলাকা। এই ঘটনায় পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।