বিভিন্ন দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে স্মারকলিপি জমা দিল বিএমএস

সায়ন চক্রবর্তী, দুর্গাপুর: ৯দফা দাবি নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে স্মারকলিপি জমা দিল বিএমএস। দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের ডাক্তার-নার্স ও প্রশিক্ষিত কর্মচারী নিয়োগ, মেডিকেল এবং সার্জিক্যাল বিভাগে এসি বসানো, এবং করোনা বিভাগে কর্মরত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের বিশেষ ভাতা সহ ৯ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দিল ভারতীয় মজদুর সংঘ(বিএমএস)।
দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য গড়ে ওঠা দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতাল একটা সময় ছিল দুর্গাপুর মহকুমার সবচেয়ে উন্নত পরিকাঠামো যুক্ত হাসপাতাল। বর্তমানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এর অভাবে হাসপাতাল এর চিকিৎসার মান যথেষ্ট শোচনীয়।
আরও পড়ুন:কনটেন্টমেন্টে কোনও পুজো নয়, নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র
বিএমএস এর দুর্গাপুর ইস্পাত কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মানস চট্টোপাধ্যায় জানান,” হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিশেষ ভাতার দাবি মেনে নেন এবং সঙ্গে সঙ্গে তা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন, কর্মী নিয়োগের বিষয়টি তারা কিছুদিন সময় চেয়েছেন। এবং বাকি বিষয়ে তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন”।