fbpx
বাংলাদেশহেডলাইন

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বিএনপির শোক

যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও উপ-মহাদেশের খ্যাতিমান রাজনীতিবিদ প্রণব মূখার্জীর জীবনাবসানে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক শোকবার্তায় বিএনপি’র পক্ষ থেকে বলা হয়-প্রায় এক পক্ষকাল করোনাসহ অন্যান্য জটিল রোগে মৃত্যুর সাথে লড়াই করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মূখার্জী পরলোকগমণ করেছেন। পৃথিবী থেকে তাঁর এই বিদায় গভীর দুঃখ ও বেদনার। তাঁর মৃত্যুতে ভারতবাসীর ন্যায় বাংলাদেশের জনগণ ও বিএনপি সমানভাবে সমব্যাথী। প্রয়াত প্রণব মূখার্জী বাংলাদেশকে প্রীতি ও শুভেচ্ছার দৃষ্টিতে দেখতেন। তিনি ছিলেন উপ-মহাদেশের একজন বর্ষীয়ান, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। নিরন্তর প্রচেষ্টা, কর্মময়তা ও সাফল্যের সমাহারে গড়ে উঠেছিল তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লোকান্তরিত প্রণব মূখার্জীর আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবার-পরিজন, গুণগ্রাহী ও ভারতবাসীর প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা।

Related Articles

Back to top button
Close