জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হানায় গুলিতে ঝাঁঝরা স্কুল শিক্ষিকার দেহ

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের গুলিতে কাঁপল জম্মু-কাশ্মীর। আর সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল এক হিন্দু শিক্ষিকার দেহ। সম্প্রতি এক অভিনেত্রীরকে বাড়িতে ঢুকে খুন করার পর, স্কুলে ঢুকে শিক্ষিকাকে গুলি করে খুনের ঘটনা ঘটল। কাশ্মীর অঞ্চলের কুলগামের ঘটনা। মৃত শিক্ষিকার নাম রজনী বালা। পুলিশ জানিয়েছে, জম্মুর সাম্বা এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী রজনী বালা কুলগামের গোপালপোরা এলাকায় শিক্ষক হিসেবে চাকরি করতেন। সন্ত্রাসীদের গুলিতে রজনী আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলেছে, এই অপরাধে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা হবে। এই ঘটনাকে জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘুদের টার্গেট কিলিং হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি সরকারি কর্মচারী রাহুল ভাট মধ্যকাশ্মীরের বুদগাম জেলায় সরকারি অফিসের ভেতরে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মাত্র এক সপ্তাহ আগে ৩৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা আমরীন ভাট বুদগাম জেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পুলিশের অনুমান, লস্কর-ই-তৈয়বা (এলইটি) সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে।