পশ্চিমবঙ্গহেডলাইন
গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ভিলেজ পুলিশের মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা,কালনাঃ গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোমবার সকালে উদ্ধার হল ভিলেজ পুলিশের ঝুলন্ত মৃতদেহ ।মৃতর নাম দেবাশীষ বারিক (৩২)।পূর্ব বর্ধমানের কালনার কাঁকুড়িয়া গ্রামে তার বাড়ি ।ভিলেজ পুলিশের এমন মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে বাড়ি থেকে পাঁচ কিমি দূরে সহজপুর এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকা ভিলেজ পুলিশ মৃতদেহ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ।
দেবাশীষ কালনার থানার বুলবুলিতলা ফাঁড়ির অধীনে কর্মরত ছিল ।ময়নাতদন্তের জন্য এদিনই তার মৃতদেহ বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে পাঠানো হয় ।মৃত্যুর কারণ নিয়ে ভিলেজ পুলিশের পরিবার সদস্যরা কিছু জানাতে পারেন নি । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃতের কাকা বিজয় বারিক বলেন, তাঁর ভাইপো দেবাশীষ রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। রাতে তার মোবাইল ফোনের সুইচ অফ ছিল। বিজয় বাবু বলেন , আমরা রাতে অনেক খোঁজাখুজি করেও দেবাশীষের সন্ধান পাইনি। এদিন সকালে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে সহজপুরের কাছে একটি গাছে ওকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। দেবাশীষ কেন ও এমন মর্মান্তিক ঘটনা ঘটালো তা বুঝে উঠতে পারছেন পরিবায় সদস্যরা জানিয়েছেন ।