রূপনারায়ণ নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

বাবলু বন্দ্যোপাধ্যায়, কোলাঘাট: বৃহস্পতিবার সাতসকালে রূপনারায়ন নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তমলুক থানার পুলিশ এই মৃতদেহ খুন না আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই অঞ্চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর পাড় বরাবর সাতসকালে ওই এলাকার বেশ কিছু মানুষ প্রাতঃভ্রমণ করতে আসে। সেই সময় দেখতে পায় ওই মৃতদেহটি। গ্রামবাসীদের পক্ষ থেকেই তমলুক থানায় বিষয়টি জানানো হয়। তমলুক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। মৃতদেহ উদ্ধার করে তমলুক থানায় নিয়ে যান। মৃতদেহ টিতে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা তা নিয়ে পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। মৃতদেহটির এখনো পর্যন্ত কোনও পরিচয় জানা যায়নি। তবে পুলিশ মৃতদেহটি কোন স্থান থেকে ভেসে এলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সাতসকালে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় খারুই অঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।